ওগো প্রণয়নী / কিশোর বিশ্বাস / বাংলা কবিতা /
ওগো প্রণয়নী কিশোর বিশ্বাস ওগো প্রণয়নী সুধাই তোমার সনে তোমার গাঁয়ে কি আসে না বৈশাখী ভাঙে না পাখির বাসা? তোমার গাঁয়ে কি আসে না ভাটা রিক্ত হয় না নদী? আমায় পড়ে না মনে? ওগো প্রণয়নী ওগো প্রণয়নী সুধাই তোমার সনে। তোমার গাঁয়ে কি উদাস বাউল ফেরে নাকো গান করে? তোমার গাঁয়ে কি ঝরে না…