আমি ঠিক আমার মতো / অনিমেষ চ্যাটার্জি / বাংলা কবিতা /
আমি ঠিক আমার মতো অনিমেষ চ্যাটার্জি হয়তো তুমি লিখতে পারো হাজারখানেক পাতা, হাজার শব্দে ভরতে পারো হাজার খানা খাতা, আমি শুধুই আঁকতে পারি ছন্দে সুরে ছবি, তবুও বলি নই গো আমি তোমাদের মতো কবি। ভাবনা যখন আসে মনে নানারকম ভাই, কলমখানা বাগিয়ে নিয়ে লিখেই শুধু যাই, নাই বা হলো কবিতা তা, নাই বা হলো ছড়া,…