অদৃশ্য ছায়া / নবু / বাংলা ছোট গল্প /
অদৃশ্য ছায়া নবু অর্ণবের বয়স পাঁচ। তার জগৎটা বাবা আর মায়ের চারপাশে ঘোরে। কিন্তু গত কয়েক মাস ধরে সেই জগতে এক কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে। প্রায় প্রতিদিনই বাবা-মায়ের মধ্যে ঝগড়া হয়। প্রথমে সামান্য কথা কাটাকাটি, তারপর ক্রমশ চিৎকার, কান্না—অর্ণবের ছোট্ট মনে যেন ঝড় বয়ে যায়। অর্ণব প্রথমে ভয় পেত। মায়ের আঁচল ধরে কেঁদে বলত,…