বৃষ্টিটা এদিকে হোক / অসিত ঘোষ/ বাংলা কবিতা / রবি পক্ষ /
বৃষ্টিটা এদিকে হোক মেঘের ডাক শুনে খুশি থাকো বৃষ্টিটা এদিকে হোক সারা দেহে কতবার ড়েকেছি তোমায় জোরে বৃষ্টি হচ্ছে দেখো ঘুরে এদিকে। তুমি বন ছায়ায় ঘাসের কোলে বসে তপ্ত মাটিতে শান্ত হলে ঠান্ডা ঝড়ে জমলো না এক ফোঁটা জল ফাটালে। সব মাথা গুলি এক হয়ে গেল প্রবল বৃষ্টি ঝড়ের দাপটে । ওখান থেকে চলে…