পুণ্যি খাতা / মণিকা বড়ুয়া / বাংলা কবিতা /
পুণ্যি খাতা মণিকা বড়ুয়া পার্লামেন্টও এফোঁড় ওফোঁড় হয়। যাবতীয় ধারা ধুতে ধুতে চলেছি যে রোদ , ছায়া সমাবেশে— তারই ঘাম রক্ত মাখামাখি খানা খন্দ ধুয়ে আজীবন শেষ হয়ে যায়! কী কাজে এসেছি যেন এখানে! কোন্ ডানায় ছিল আমার ভাগ্যলিপি! ভুলে গিয়ে সব ময়লা ডাঙা ধুতে থাকি। ধুয়ে যাই টিপ,কাজল রান্নাঘরের ঘুলঘুলি কলপাড়ের শ্যাওলা ছোঁয়াচ না…