ননীগোপাল ডট কম (চতুর্থ পর্ব) / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ধারাবাহিক গল্প /
ননীগোপাল ডট কম (চতুর্থ পর্ব) ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ননীগোপাল দাঁত মুখ খিঁচিয়ে বলে “বলেই দেখো। আজ তোমার একদিন কী আমার একদিন “। কুহকিনী আবার বলে “আচ্ছা। উনি মারা গেলে অনেক টাকাও পাওয়া যাবে। যেমন ধরুন ওঁর পি এফ,গ্রাচুয়িটি সব। আর আপনার বয়স কম মামণি। বাপির থেকে অনেক ছোটো। অনেক দিন বাঁচবেন। এছাড়া যদি আরও সঞ্চয় থাকে…