একুশ / কাকলি ঘোষ / বাংলা কবিতা / ভাষা সংখ্যা /
আমার ভাইয়ের রক্তে রাঙানোএকুশে ফেব্রয়ারিআমি কি ভুলিতে পারি!! একুশ কাকলি ঘোষ একুশ মানে বিপ্লবআর বিদ্রোহের_ ই বানএকুশ মানে ফুল পাখি নয়রক্ত ঝরা গান। একুশ হল আগুন ফাগুনকালবোশেখি ঝড়একুশ মানে ই অত্যাচারীরকণ্ঠ চেপে ধর। আমার একুশ মায়ের ভাষামায়ের গাওয়া গানআমার একুশ তপ্ত বুলেটঝাঁঝরা করে প্রাণ। একুশ আনে বেপরোয়াযৌবনের_ ই রাগএকুশ জানে বিন্নি ধানেতাজা খুনের…