নতুন স্বপ্ন / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
নতুন স্বপ্ন রণজিৎ মন্ডল অন্ধকারের বুক চিরে সোনালি সূর্য উকি মারে, একটু নতুন স্বপ্ন, আবার বাঁচার আশা, আবার গান শুনায় পাখির বাসা, দোলা দেয় হৃদ মাঝারে। দেখি সোনালি সকাল আবার নতুন করে। শেষ নেই স্বপ্নের, শেষ নেই রাত্রির, শেষ নেই সকাল হওয়া ঘুরে ঘুরে। একদিন হয়তো হবে শেষ, সকালটা আসবে না ফিরে, জীবনের সব স্বপ্ন…