বিশ্বপ্রভুর পদ যুগলে / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
বিশ্বপ্রভুর পদ যুগলে মৃনাল কান্তি বাগচী ওহে প্রভু, সুখের দিনে তোমায় যেন নাহি যাই ভুলে, তুুমি প্রভু, থাকো আজীবন মোর অন্তরের অন্তস্তলে। এ ধরায় তুমি জীবের সৃষ্টি,স্হিতি, লয়ের কর্তা, যুগে যুগে তুমি দেখিয়েছো তোমার অসীম অপূর্ব ক্ষমতা। তুুমি করো জীবের পাপ, পূণ্যের হাজারো বিচার, কখনো কখনো বড়ই অতিষ্ঠ লাগে তোমার নীরবতা, চারিদিকে ঘটছে বহু অনাচার…