জব্দ / বাসুদেব দাশ / বাংলা ছোট গল্প /
জব্দ বাসুদেব দাশ মৈনাক দা প্রতিষ্ঠিত ব্যবসায়ী l সুনামের সঙ্গে ব্যবসা করছেন দীর্ঘ দিন ধরে l খুব চালু দোকান l বাজারে একটা মাত্র দোকান , টেইলারিং এর মেটেরিয়াল বিক্রি করার জন্য l বাগুইআটি অঞ্চলের সমস্ত টেইলারিং এর দোকানদার মৈনাক দার দোকান থেকেই মেটেরিয়াল কিনতো l অশ্বিনী নগর , হাতিয়ারা, ঘুনি , দক্ষিণ পাড়া, কেষ্ট পুর,…