সুখ পাখিটা / আগন্তুক / বাংলা কবিতা /
সুখ পাখিটা আগন্তুক তুমি বুঝি মান করেছো ! তাই বুঝি খবর নাওনা আর ! আমার এই দুর্দিনের কথা ভেবে , মুখ খানি কি ? করে রেখেছো ভার ! তুমি জানোই তো আমি অবুঝ , কেবল তোমারেই বুঝি ! দিবা নিশি রাত ভোর শুধু , তোমার তোমারেই মন কুটিরে খুঁজি ! তুমি বলেছিলে মেঘ কাটলেই…