ভালোবাসার উত্তাপ / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
ভালোবাসার উত্তাপ মৃনাল কান্তি বাগচী তোমার তরে মন আমার কেমন করে, বলিতে পারিনা বক্ষ ভাসে অশ্রু নীরে। আমাতে আমি খুঁজি তোমার মন, তোমাতে হারিয়ে যাই যখণ তখণ। তোমার মাঝে খুঁজে পাই ভালোবাসার উত্তাপ, ভুলে যাই, যত আছে মোর জীবনে দুঃখের পরিতাপ। দুঃখকে ভাসিয়ে দেই সাগরের অথৈ জলে, সুখের তরী মোর ভেসে চলে প্রেমের পারাবারে হেলেদুলে।…