ধূসর কলকাতা / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা পরিবেশ কবিতা /
ধূসর কলকাতা প্রেমাঙ্কুর মালাকার শতক শেষে, দেখবে এসে; ধোঁয়ায় ধূসর কলকাতা। মুখোশ এঁটে, যাচ্ছে হেঁটে ; মানুষ, সাবাড়,গাছপাতা। উঠছে বাড়ি আকাশ ছাড়ি, হচ্ছে আকাশ রোজ চুরি; নেইরে পাখি! নেই জোনাকি! আঁধার রাতের ফুলঝুরি। যাচ্ছে গাড়ি ধোঁয়ায় ভারী! হচ্ছে মরণ ফাঁদ পাতা; কাদের পাপে,ধোঁয়ার চাপে, ডুবছে সাধের কলকাতা? —oooXXooo—