ম্যানেকুইনের বাসা ও ভালোবাসা / বাংলা ছোট গল্প / বাসুদেব চন্দ / আন্তর্জাতিক ভাষা দিবস সংখ্যা /
ম্যানেকুইনের বাসা ও ভালোবাসা বাসুদেব চন্দ লেডিস-গার্মেন্টসের সেরা একটি বিপনির নাম হলো-‘কুইন্স প্যালেস’। এরকম মস্ত বিপনি কলকাতায় আরও গোটা কয়েক থাকলেও সুনামের নিরিখে এর ধারে-কাছে এখনও কেউ আসতে পারেনি! এর আরও একটি বৈশিষ্ট্য হলো- প্রবেশদ্বারের দু-ধারে দুটো কাচের শোকেজে যে-দুটো ম্যানেকুইন রাখা আছে তাদের একটি যুবক এবং একটি যুবতী। এ-জন্যই ‘ম্যানেকুইন’ গল্প হয়ে উঠেছে! ★★★…