রাজ্যপাট / মণিকা বড়ুয়া / বাংলা কবিতা /
রাজ্যপাট মণিকা বড়ুয়া কবিতা খোলামকুচির মত পড়ে থাকছে যে দেখছে সে অবহেলা ভরে দেখেচলে যাচ্ছে। যে তার নুপুরধ্বনি শুনছে, সে তার কাছে গিয়ে তুলছে— দেখছে গায়ে তার নক্ষত্র বুঝছে বহুমূল্য মনুষ্যত্ব— অনুভবের আয়নায় জ্বলজ্বল করছে মণিমুক্তা মাণিক্য ঘেরা পুরো রাজ্যপাট। ———————————-