ভাড়াটে মা / নভশ্রী সান্যাল / বাংলা ছোট গল্প /
ভাড়াটে মা নভশ্রী সান্যাল বিয়ের আগেই বেশ কিছুকাল থেকে মাসের ওই কটা দিন খুব সমস্যায় ফেলতো পৃথাকে। নিউইয়র্কের মতো জায়গায় থেকেও পৃথা কেন যে এভাবে অবহেলা করেছে বিষয়টাকে কোনো ডঃ কনসাল্ট না করে, এটাই আশ্চর্য। আসলে আদতে মনে প্রাণে বাঙালী সাধারণ মেয়ের মতোই যাচ্ছি,যাবো করতে করতে ওই সময়টা পেরিয়ে গেলেই আবার ওখানকার অতিব্যস্ত জীবনে…