পথিকের পথ / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
পথিকের পথ রণজিৎ মন্ডল রাস্তা পথিকের জন্য, পথিক রাস্তার জন্য, কেউ কারো নয়, প্রয়োজনে রাস্তা পথিকের আপন হয়, পথিকও রাস্তার পর নয়! ক্লান্ত পথিক বসি গাছতলায়, ভাবিছে আর কত বাকি, আর যে পারি না, বড় কষ্ট হয়! রাস্তা নীরবে চাহিয়া রয়, অবাক পথিক নিজের কষ্টের কথা কয়, রাস্তা তো বুক পাতিয়া দেয়, দূর থেকে দূরান্ত,…