নদীতে পুরুছায়া / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /
নদীতে পুরুছায়া মৌসুমী ঘোষাল চৌধুরী ************* মনে আছে, বারিষ পুত্র বিরহী চাদের কাপন; নদীর ভিতর। যার দুচোখ ভরাট শস্যক্ষেত ছিল। নদী পারে আমার শ্যামল ঘুমে, নৌকো এসে পৌছাল যখন ! সাহিলে, কিনারা ভেঙে পড়ছে একের পর এক লগন। নদীর ধারাকে বলেছিল, পেয়ালায়, পান খয়েরে, নতুন খালেদা তুমি! খোদা, তোমার থেকে একটু দূরে নৌকো বিসর্জন দিয়ে…