মেয়ের ওজর নানা / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
মেয়ের ওজর নানা প্রেমাঙ্কুর মালাকার গান্ধী পার্কে, গাড়িতে চেপেছি, যাবো সেলুলার জেলে- গাড়ির চালক, গুড্ডুকে বলি, ‘ফুচকা’ কোথায় মেলে?’ গুড্ডু হেসেই, গাড়ি থামিয়েছে, ফুচকা ওলার ঠেকে; পয় ও ঝিলিক, আমার সঙ্গে, নেবে এলো গাড়ি থেকে। দুজন দোকানী, বিকোয় ফুচকা, এগরোল চাউমিন ; দুটো এগরোল, একঠোঙা চাউ, সিঙাড়া কিনেছি তিন! ঝুনুকে দিলাম, দিদিকে দিলাম, দেই গুড্ডুর…