ফিরিয়ে দেও মনুষত্বের স্বরূপ / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
ফিরিয়ে দেও মনুষত্বের স্বরূপ মৃনাল কান্তি বাগচী আত্মসুখে সবাই মগ্ন অন্যের কথা ভাবার সময় ক্ষুদ্র। হেথায় হোথায় ঘটছে কত অমানবিকতার ঘটনা, তাই নিয়ে নেই তেমন কারো মাথা ব্যথা। অসহিষ্ণু মানুষ দেখায় না তেমন আর মানবিকতা সর্বত্র ঘটছে অহরহ তঞ্চকতা। সত্যিকারের ভালোবাসা আজি মায়া মরীচিকা, চারিদিকে শুধুই হিংসা দ্বেষ আর বিভীষিকা। চাইনা দেখতে পৃথিবীর এই ভয়াবহ…