অন্য এক দীপাবলি / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
অন্য এক দীপাবলি দীননাথ চক্রবর্তী মাগো আজ আলোর উৎসব চোদ্দ বাতি জ্বালতে এখন ছাদে আলোর খোঁজে তোমার আদুরে ছোট মেয়ে একটুও ভালো নেই আজ তাকে ঘিরে এখন জঙ্গলের নীরবতা বিকার গ্রস্থ সম্পর্ক একটু একটু করে কবে যেন পাল্টে যায় স্বত্ব সিঁদুর ভূগোল এন্টারটিকার তুষার গলিয়ে গলিয়ে উপত্যকায় এখন জলস্ফীতি জেগে ওঠে মৃত আগ্নেয়গিরি জ্বলে…