বন্ধুঃ আয় / আগন্তুক / বাংলা কবিতা / আগমনী সংখ্যা /
বন্ধুঃ আয় আগন্তুক বন্ধু চল সাঁঝ সকাল হাতটি ধরি, পেখম তুলি দিই উড়াল ঐ আকাশপাড়ি! দুঃখ পীড়া যত আছে ভুবন মাঝে, এক নিমিষে সুখের ছোঁয়ায় রঙিন করি! তুই নেই কাছে বড় উদাসে কাটছে জীবন, মন ক্ষারাপের রোজনামচায় কালের যাপন! বয়ে বোঝা কেবল সাজা অধম খচ্চর, নিত্য ব্যর্থে চিত্ত আর্তে শয়ন জাগরণ! চলনা বন্ধু আজীবনের জয়…