মর্ত্যের মা / সলিল চক্রবর্ত্তী / বাংলা ছোট গল্প / আগমনী সংখ্যা /
মর্ত্যের মা সলিল চক্রবর্ত্তী অভাগী পুষ্পর স্বামিটা সংসারে দুটো টাকা বেশি রোজগারের আশায় মুম্বাই গেল জরির কাজ করতে। সেই শেষ যাওয়া, আর ফিরল না। কেউ বলে – মুম্বাইয়ে আবার বিয়ে করে সংসারী হয়েছে, কেউ বলে দুইহাজার কুড়ি সালে লকডাউনের সময় হেটে বাড়ি ফিরছিল, রাস্তায় মারা গেছে। যে ঘটনাটাই ঠিক হোকনা কেন পুষ্প এখন বারো বছরের…