অবসর / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
অবসর মৃনাল কান্তি বাগচী দেখতে দেখতে কাটালাম কর্মমূখর প্রায় সাঁইত্রিশটি বছর, নিয়মানুসারে নিতে হলো কর্মজীবন থেকে অবসর। জানিনা, কি করে আমার আগামী দিনের সময় করবো পার? অতীতের কর্মমূখর দিনগুলি স্মৃতিতে আসছে বার বার। এতোদিনে কত মানুষের সাথে হয়েছে পরিচয়, তাদের সব ভালোবাসা,শ্রদ্ধাকে সঙ্গী করে নিতে হলো বিদায়। সাধ্যানুসারে চেষ্টা করেছি মানুষের কল্যান করতে, কখনো পেরেছি,কখনো…