অলকার কালো কেশ / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /

অলকার কালো কেশ মৌসুমী ঘোষাল চৌধুরী মনে আছে, সুরঞ্জন ও তোমার ” সুচরিতা ” কাব্যগ্রন্থ; আমি যখন রোদে ঘুরে ঘুরে কালো ম্যানডালোরিয়ান। কালো বলে, বৃষ্টির দিন সব পথ বিলীন। প্রজাপতির ওড়নায়, তুমি বারবার ফিরে আসো সেজে মধুপ ! গভীর বিশ্বাসে, গুল্মলতার ডাঁটিকেই বলেছ, তোমার শেষ রাতের পদ্মনাভি। কালো বর্নে ও সাজিও নুপুর ! যতই কড়া…

একটি বছর বাদে / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /

একটি বছর বাদে প্রেমাঙ্কুর মালাকার ছলছল চোখে নবমীর নিশি, যেইনা হয়েছে ভোর- দশমী পুজোর বিসর্জনের, শুরু হয় তোড়জোড়! মানতে চায়না মানুষের ঢল, ছোটে মন্দির মুখী; পুজো মণ্ডপে মায়ের দুচোখ, বিষন্ন দুখী দুখী! সেই বিষাদের ছোঁয়ায় বুকটা, অজানা ব্যথায় কাঁদে- আবার দুর্গা আসবেন ফিরে, একটি বছর বাদে! —oooXXooo—

তুমি বলেছিলে / আগন্তুক / বাংলা কবিতা /

তুমি বলেছিলে আগন্তুক তুমি বলেছিলে প্রাণনাথ,, এই যে যাওয়া,এখানেই শেষ নয়, তুমি আবার ফিরে আসবে! রামধনু রঙ গায়ে জড়িয়ে, সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে, কোনো এক অচিন বেশে, ঠিক আমাকে,আমাকেই ধরা দিতে!! সেই থেকেই আমি… নদীতীরে বৃক্ষতলে বসে,, ঢেউ গুনি আর খেয়া মাঝির গান শুনি! কত তরী পার হয়,কত অচেনা আসে, বান ডাকে,কুল ভাঙেগড়ে…

পাথর সরাতে সরাতে / মণিকা বড়ুয়া / বাংলা কবিতা /

পাথর সরাতে সরাতে মণিকা বড়ুয়া উপত্যকায় খেলে যায় রোদবৃষ্টি উচ্চকিত স্বর ভাসিয়ে দেয় বিছানার বেণী। পাথর সরাতে সরাতে স্বপ্নগুলো মৃত বুকে নেই বুনো হাঁস, শীতলপাটি গন্ধ। আহা জীবন! তুই বড়ো নষ্ট পাখি দু’ দণ্ড সময় দিস না বসে আঁকি। আয় , ভুলে যাই ব্যথার সময় দিনগুলো সেই কবেকার সূর্যপ্রণয়! ————————–

হিসাব নিকাশ / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /

হিসাব নিকাশ রণজিৎ মন্ডল সবই আছে হায়, তবু মনে হয়, নিঃস্ব হয়েছি আমি, হিসাব নিকাশ করার অবকাশ আজ যে অস্তগামী। কি পেয়েছি,আর কি যে পাইনি, শরীরের চেয়ে কি বল দামী, ক্ষয়ে ক্ষয়ে গেল কঙ্কাল হয়ে তবু কি আছি গো থামি! এ শরীর দামী তারও চেয়ে দামী লুকায়ে রয়েছে যে আমি, সেই তো জীবন, হলেও মরণ…