অলকার কালো কেশ / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /
অলকার কালো কেশ মৌসুমী ঘোষাল চৌধুরী মনে আছে, সুরঞ্জন ও তোমার ” সুচরিতা ” কাব্যগ্রন্থ; আমি যখন রোদে ঘুরে ঘুরে কালো ম্যানডালোরিয়ান। কালো বলে, বৃষ্টির দিন সব পথ বিলীন। প্রজাপতির ওড়নায়, তুমি বারবার ফিরে আসো সেজে মধুপ ! গভীর বিশ্বাসে, গুল্মলতার ডাঁটিকেই বলেছ, তোমার শেষ রাতের পদ্মনাভি। কালো বর্নে ও সাজিও নুপুর ! যতই কড়া…