শীতল দিন / প্রদীপ সরকার / বাংলা কবিতা /
শীতল দিন ✍️ প্রদীপ সরকার সবুজে সবুজে ঢাকা প্রান্তর গোটা। তৃণদল ‘পরে ভরা শিশিরের ফোঁটা। আসিলো হিমেল দিন আজি এ পৃথায়। গরীবের দুখের দিন শুরু হলো গো বোধহয়। ঘন অন্ধকার যখন পৃথিবীকে ঢেকে দেয়। হিমের প্রবাহ তখন, ভুবনেতে বহে যায়। বৃদ্ধ জ্বালায় ভোগে ঠাণ্ডার কারণে। সে জ্বালারে সহ্যটা, করতে না পেরে, অনেকেই দেখি ঢলে পড়ে,…