লক্ষ্য রোটাং পাস / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
লক্ষ্য রোটাং পাস প্রেমাঙ্কুর মালাকার সকাল বেলায়, বাস ছেড়ে দেয়, লক্ষ্য রোটাং পাস – পাহাড়ের বুকে, খুব ধীরে ধীরে, চড়াই চড়ছে বাস! “দেওদার তরু”,” পাইনের বন”, “পপলার” সারি সারি ; তার ফাঁক দিয়ে, উজিয়ে চলেছি, মনোরম লাগে ভারী! “বিয়াসঝুলা” কে, পার হয়ে যাই, বিশ্রাম ক্ষণকাল – গাছপালা নেই,শুধু ঘাসে ঘাসে, ঢাকা পাহাড়ের ঢাল! পথের পাশেই,…