অপ্রত্যাশিত তদন্ত / নবু / বাংলা ছোট গল্প /
অপ্রত্যাশিত তদন্ত নবু’র -কলমে মিঃ সেন, কলকাতার একটি বিখ্যাত বহুজাতিক সংস্থার মানবসম্পদ বিভাগের প্রধান, পরিচালনা পর্ষদ থেকে এক অদ্ভুত অনুরোধ পেলেন। সংস্থার জন্য একজন নতুন হিসাবরক্ষণ কর্মকর্তা নিয়োগ করা হবে, কিন্তু নিয়মিত সাক্ষাৎকার ও যোগ্যতা যাচাইয়ের বাইরেও আরও কিছু নিশ্চিত করতে হবে। প্রয়োজন একেবারে নির্ভুল, সন্দেহহীন, নির্ভরযোগ্য এবং ঝুঁকিমুক্ত একজন কর্মী। এই বিশেষ দায়িত্ব দেওয়া…