জানা হলো না / আগন্তুক / বাংলা কবিতা /
জানা হলো না আগন্তুক অভিমানী মেঘের মান ভাঙাতে, ভেসে যেতে হয় বারিধারায়, বিশ্রামহীন খরস্রোতা পথ বেয়ে, অচিন খাদের ঠিকানায়! যেথা কালবৈশাখীতে রক্ষা পাওয়া, জীর্ণ খড়কুড়ো পাখিরবাসা গুলোও.. ডুব সাঁতার দিতে বাধ্য হয়! বিরহের ভাষা বোঝে ভাদ্রের খরা, যেথা একটুকরো ছায়ার খোঁজে পথিক মরিয়া! তৃষ্ণার্থ ভূতল ফাটল ধরা বন্ধ্যা! শরৎ শোভার স্নিগ্ধ আকাশ, ডানা মেলতে না…