সদিচ্ছা / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
সদিচ্ছা ✍️ শিব প্রসাদ হালদার ইচ্ছা করে অনেক কিছু সব হয়না সফল, করতে পুরন পাই ব্যথা যখন হই বিফল। মন চায় করবো কিছু পাবে সেবা সবাই, পাশে পেতে এমন কর্মী খুঁজে আমি বেড়াই। তাদের পেলে হব খুশী যারা আমার মতো, সেবার মাঝে থাকবো বেঁচে ইচ্ছা অবিরত! ভাবতে বড় অবাক লাগে যখন দেখি চোখে, সব হারিয়ে…