নীরবতা / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
নীরবতা দীননাথ চক্রবর্তী মাঝে মাঝে সব নাড়ি ছিন্ন করে নীরবতার মৌন্য ব্রত নেওয়া ভালো কেননা নিজের মধ্যে জন্মে ভালোবাসার আত্মশক্তি। মাঝে মাঝে সব কথা ছিন্ন করে নীরব বৈরাগী হওয়া ভালো কেননা ভাবনার ছাঁকুনিতে ছেঁকে ছেঁকে কথা শিকড়ের উৎমূলে জন্মে ভালোবাসা । মাঝে মাঝে সব জানালা দরজা বন্ধ করে নীরবতার আয়নায় নিজেকে দেখা ভালো কেননা পৃথিবীর…