আত্মার অস্তিত্ব / সলিল চক্রবর্ত্তী / বাংলা ছোট গল্প /
আত্মার অস্তিত্ব সলিল চক্রবর্ত্তী শুভঙ্কর আর প্রভাস রাত ন’টা নাগাদ নিতাই টি স্টলে গিয়ে ঢুকলো। নিতাইয়ের থেকে দুটো চা নিয়ে শীতের রাতে চাদর জড়িয়ে আরাম করে বসে, আয়েশ করে চা খেতে খেতে গল্প শুরু করল— শুভঙ্কর— আর বলিস না, আমাদের বাড়ির ডানদিকে যে দোতলা বাড়িটা আছে, ওটাকে ঘিরে আবার নতুন করে সমস্যা দেখা দিয়েছে। প্রভাস—…