সত্যি কথন ~ সত্যি যাপন / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা প্রবন্ধ /
সত্যি কথন ~ সত্যি যাপন ………………………………. শ্যামাপ্রসাদ সরকার ভূমিকা- “স্মৃতির পটে জীবনের ছবি কে আঁকিয়া যায় জানি না। কিন্তু যেই আঁকুক সে ছবিই আঁকে। অর্থাৎ যাহাকিছু ঘটিতেছে, তাহার অবিকল নকল রাখিবার জন্য সে তুলি হাতে বসিয়া নাই। সে আপনার অভিরুচি-অনুসারে কত কী বাদ দেয়, কত কী রাখে। কত বড়োকে ছোটো করে, ছোটোকে বড়ো করিয়া…