ইট পাথরের জঙ্গল / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
ইট পাথরের জঙ্গল রণজিৎ মন্ডল প্রকৃতি কত সুন্দর! কোলকাতায় বসে প্রলাপ বকি, অনর্গল, যেদিকে তাকাই দেখি ইট পাথরের জঙ্গল। সর্পিল রাস্তা আঁকা বাকা মসৃন তপ্ত মরিচিকা, জনঅরন্য এক মুহূর্তও নয় ফাকা, ব্যস্ত সবাই, নির্বাক কর্মচঞ্চল! প্রকৃতি হাসে নীরবে, নিধনের আধুনিকতায় নিঃসম্বল। সবুজ যেদিন প্রকৃতির হাতে, খাল বিল নদী পাহাড়ের ঝর্ণাতে, পাখির গানে মুখরিত সবুজ মাটিতে…