খেলনা-বাটি গুলি / শ্রী নীলকান্ত মনি / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা /
খেলনা-বাটি গুলি শ্রী নীলকান্ত মনি শিশুকালে মায়ের স্নেহের কোল ছিলো তার যবে একান্ত আশ্রয় মায়ের কোলে বসে সে খেলেছে হেসেছে কেঁদেছে মা সাথী ছিলো! কখনো সে ঘুমিয়ে পড়েছে খেলেছে দেয়ালি বিদেহ সে সব পূর্বপুরুষ হয়তো বা অন্য কেউ সে খেলার সঙ্গী হয়েছে যে জগৎ ছেড়ে সদ্য সে এসেছে! হয়তো বা একা একাই সে এ খেলা…