দুখের পারাবারে / শ্যামাপ্রসাদ সরকার / মুক্ত গদ্য /
দুখের পারাবারে …………………….. শ্যামাপ্রসাদ সরকার সেদিন শেষরাতে সুপ্রভার ঘুম খুট্ করে একটি শব্দে ভেঙে যেতেই তিনি দেখতে পেলেন যে তাঁর স্বামীটি ঘুম ভেঙে আচমকা জেগে উঠে বিষণ্ণ মুখে তাঁর দিকে চেয়ে আছেন। তিনি দেখতে পেলেন বরাবরের আমুদে ও চিরহাস্যোচ্ছল মানুষটির দু’চোখ গড়িয়ে নামছে নীরব জলের ধারা। সেদিনের অসহনীয় নিস্তব্ধতার অন্যপ্রান্তে গভীর রাত্রের মায়াহীন চাঁদের…