পরম আপন / আগন্তুক / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা /
পরম আপন আগন্তুক আবার জন্মালে…. ঠিক ! গাছ হবো দেখো! এক পৃথিবী স্বপ্ন নিয়ে.. ঠায় দাড়িয়ে থাকবো তোমার অপেক্ষায়! তুমি এসে বসবে ক্লান্তিতে ঢলে আমার ছায়া তলে! রুক্ষ মরুতে নেবো ক্যাকটাসের রূপ, তোমার তৃষ্ণা মেটাতে! বোহেমিয়ানা জঙ্গলে ছাপিয়ে যাবো.. একান্তে সবুজের সীমাহীন অনন্তে! দেহে ফোটাবো রঙ বেরঙের ফুল ফল, তোমার দৃষ্টি আকর্ষণে, তোমার ক্ষুধা নিয়ন্ত্রণে!…