এক পৃথিবীর মধ্যে / চিত্রশিল্পী তপন কর্মকার / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা /
এক পৃথিবীর মধ্যে চিত্রশিল্পী তপন কর্মকার এক পৃথিবীর মধ্যে তুমি অন্য কেমন করে ? যদি এক দেশেতে করে থাকো বাস, জাতের দোহাই দিয়ে কেন রক্তে খেল হোলি ? যদি এক মাটিতে অন্ন সুধার চাষ। এখানে তোমার আমার মায়ের স্নেহে আসা তবে কেন বুঝিনা মায়ের ভালোবাসা তবে কেন দুঃখের দিনে উল্লাসে রই মেতে ? যদি এক…