পচাত্তর বছর পর / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
পচাত্তর বছর পর রণজিৎ মন্ডল পচাত্তর বছর স্বাধীন মোরা বলতে সরম লাগে, বলতে শুনি পুরনোদের মুখে ভালো ছিলাম আগে। বুটের লাথি খেয়েও তখন ভয় ছিল না কথায়, বেপরোয়া মনের জোরে লড়াই স্বাধীনতায়! লাগাম ছিল না মুখে কারো বুটের বিরোধীতায়, বিরোধীতা করলেই এখন তকমা বিদেশীয়ানায়! অভাব থাকলেও স্বভাব কারো যায়নি রসাতলে, সাত কেজি ফল নাস্তা করে…