মহিমা / প্রদীপ সরকার / বাংলা কবিতা /
মহিমা ✍️ প্রদীপ সরকার যেমন ভোরের সূর্য উদিত হয়, সোনার আভা ছড়িয়ে। তেমনই গো তুমি, প্রেমের প্রভায়, দিয়েছো জীবন ভরিয়ে। রবির কিরণে, এ পৃথা যেমনে, সারাদিন রয় উজ্জ্বল। তোমার প্রেমে প্রিয়, তেমনই দিবানিশি মম, রহে গো হৃদয় উচ্ছল। যেমন, তপন আলোক বিনা এই ধরা, আঁধারে ভরিয়া যায়। তেমনই গো প্রিয় তোমার বিহনে, মম এ হৃদয়…