ফেসবুক ফাঁদ / সলিল চক্রবর্ত্তী / বাংলা ছোট গল্প /
ফেসবুক ফাঁদ সলিল চক্রবর্ত্তী রবিবার বিকালে আমি আর আমার স্ত্রী ড্রইং রুমে বসে কফি খেতেখেতে টিভি দেখছিলাম। টিভিতে তখন ডিসকভারি চ্যানেল ওপেন ছিল। যে দৃশ্যটা দেখছিলাম- একদল হরিণ লেজ নাড়াতে নাড়াতে নিশ্চিন্ত মনে ঘাস খেতেখেতে সম্মুখে এগিয়ে চলেছে। কিছুটা দূরে একটা চিতা শিকারের লালসায় লোলুপ দৃষ্টিতে দলটির উপর তীক্ষ্ণ নজর রেখে চলেছে। এমতাবস্থায় একটা…