নতুন বছরের অঙ্গীকার / অভীক রায় চৌধুরী / বাংলা কবিতা /
নতুন বছরের অঙ্গীকার অভীক রায় চৌধুরী পারাবার থাকুক আমার মধ্যে জেগে কর্ম হোক ঊর্মিসম উচ্ছল! উদ্যম হোক ঘূর্ণির মতো দুর্বার আমার মধ্যে জেগে থাক সেই পারাবার। বুদ্ধি থাকুক প্রশান্তসম স্থির আবেগ হোক না অবিরাম জলরাশি.. বোধগুলি হোক জেগে থাকা দ্বীপমালা অনুভূতি থাক অর্ণবসম গভীর! —oooXXooo—