লজ্জা পেওনা / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
লজ্জা পেওনা দীননাথ চক্রবর্তী ওপরে যদি উঠতে চাও পোস্টার সাঁটাও দেদার লজ্জা পেওনা সম্পাদকীয়তে লজ্জা পাবে নীচে পড়ে থাকা লজ্জা পাবে সঙ্গহীনতা লজ্জা পাবে বোকা আর সময় ভালো মানুষী বিচার… তাই লজ্জা পেওনা ভয় পেওনা মাথার উপর হাত রক্ষা কবজ রাজার -নীতির না … নিন্দুকেরা বলুক আনুগত্য আসলে তা কৃতজ্ঞতা আর কৃতজ্ঞতাই তো হৃদয়ের উষ্ণতা…