অকৃতজ্ঞের অন্তজ্বালা / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
**”অকৃতজ্ঞের অন্তজ্বালা”** ✍️শিব প্রসাদ হালদার আড় ভাঙ্গার বাহাদুরি দেখাতে গিয়ে আজ বড্ড পর্যুদস্ত। কোনদিন ভাবতেও হয়নি এমনি ভাবে হ’তে হবে বাকরুদ্ধ! ক্ষোভের মাঝে ক্ষুব্ধ বুলি -আজ হয়েছে অভিশাপ, নিজের অপরাধ ঢাকতে গিয়ে বড্ড চমকেছে সেদিন- মঞ্চে উঠেও মিটিয়েছে ক্ষোভ কিন্তু আজ ? নিরবে নিভৃতে বারেবারে ভাবতে হচ্ছে সেই কথাগুলি। আত্ম-অহঙ্কারে করেছে সেদিন অবজ্ঞায় অসম্মান অপরের…