উফ্ / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
উফ্ দীননাথ চক্রবর্তী আমার মাঝ মধ্যের ভুলে তোমার রাগ উঁকি মেরে বলে ওঠে উফ্… আর তাতেই যেন রাতের শেষে সূর্য ওঠে সেই রাগ তখন কূজন কুঞ্জে এক বাঁশি ফুলের পাপড়ির মতো এক এক করে খুলে যায় যত হৃদয় মনের বন্ধ জানালা দরজা যেন বিরক্তি আঁচলের এক আঁচলা দখিনা বাতাস । —ooXXoo—