তিস্তা পারের রহস্য (দ্বিতীয় পর্ব) / সলিল চক্রবর্ত্তী / বাংলা ছোট গল্প /
তিস্তা পারের রহস্য (দ্বিতীয় পর্ব) সলিল চক্রবর্ত্তী ১৩-১১-২০২২ সুশোভন মর্নিং শিফ্টে অফিসে বেরিয়ে যাওয়ার পর, তৃষা অরুন রায়কে কফি আর ব্রেড এনে দিতে বলল। ফ্লাটের নিচে গ্রোসারি শপ থেকে কফি, ব্রেড কিনে অরুন রায় ফিরে আসছেন ঠিক তখনই সেই লোমশ বাঘের মতো কুকুরটি তাঁর সামনে এসে দাঁড়াল। সেই করুন চাহনি, যেন কিছু বলতে চাইছে, অবলা…