তোমার দুচোখে / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /
তোমার দুচোখে মৌসুমী ঘোষাল চৌধুরী ওগো নীল প্রজাপতি, কত খানি মায়া ছিল তোমার ও দুটো চোখে। ওই উদার আলো বুকে। আমার প্লুত স্বরে তুমি কতখানি পথ কেঁদে চোখ দুটো পুছিয়ে দিয়েছ। যে নদী নাভিতলে বহে, কতগুলো নক্ষত্র চুম্বনের বৈরাগী আগুন। পোহায় মনের অন্তরে মন। উচ্চারণ করি মাত্র, সেদিনের পত্রলেখায় লেখা আমার কিছুটা অক্ষরজন্ম, “ছোড় আয়ে…