নিশি ডাক / শ্রী নীলকান্ত মণি / বাংলা ছোট গল্প /
নিশি ডাক শ্রী নীলকান্ত মণি বাঁশী, বাঁশীর সুর আর বাঁশুরিয়া এরা তিনজন পথ হাঁটছে ! বাঁশুরিয়া ফুঁ দিয়ে দিয়ে বাঁশীতে যে সুর তুলছে, বাতাসে সে সুর দুলছে ! সে সুরের দোল প্রকৃতির চোখে মুখে, থেকে থেকে তার দ্যুতি, ঝিকমিক করে উঠছে, অশ্রুত ধ্বনি কোথায় না জানি বাজে, কেন বা কে জানে মন-অঙ্গনে হাসির ফোয়ারা…