স্বপ্ন / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /
স্বপ্ন মৌসুমী ঘোষাল চৌধুরী ঝরঝর করে কাঁদি, দু আঁটি শাক বিক্রি করি সকালে, মুরগীর ডিম ” হাসিখুশি” দু চারটে খদ্দের কিনে নিয়ে যায় আরো সকালে। কাষ্ঠল কাশিতে রাঁধতে বসি। রাত্রি দুটোর সময় ও স্টোভ জ্বালাই। কুটুম আসে সময়, অসময়ে। ” গান্ধারী ” আমার নাম। ছেঁড়া কম্বলের সবটুকু উজার করে পুত্রের শীত ঢাকি। চোখের পট্টি…