অ্যালবামের ছেঁড়া পাতা / শঙ্কর আচার্য্য / বাংলা ছোট গল্প /
অ্যালবামের ছেঁড়া পাতা শঙ্কর আচার্য্য 1972 এর কথা বলছি – আপ বোম্বে মেলটা কলকাতা থেকে যথারীতি সকাল ন’টায় এসে হাঁফ ছাড়ে ভিক্টোরিয়া টার্মিনাসে। দেখতে দেখতে জনবিরল প্ল্যাটফর্মটা পরিণত হয় জনারণ্যে। যেন প্লাবন এসেছে নদীতে। কুলিরা দৌড়চ্ছে, প্রতীক্ষায় তিতিবিরক্ত লোকগুলো এসে ভিড় জমিয়েছে কম্পার্টমেন্টের গেটের সামনে। চোখের পাতা পড়ে না ওদের – ওই বুঝি এসেছে প্রিয়জনটি।…