বলিনি মিছে……. / প্রদীপ সরকার / বাংলা কবিতা /
বলিনি মিছে……. ✍️ প্রদীপ সরকার আমি বলিনি, বলিনি মিছে। এমনি পড়ে নি মন তোমার পিছে। তোমার প্রেমেতে প্রিয়, তোমার আকর্ষণ মোয় করেছি বরণ। তোমার প্রেমের সুধা আকণ্ঠ পানে মম, হইলো গো ধন্য, এই সাধের জীবন। যদি আমি পাই এমন জনম কভু আর, অন্য কোথাও। প্রেমহীন এ হৃদয় তখনও কহিবে প্রিয়, প্রেম দাও প্রেম দাও। যদি…