তিস্তা পারের রহস্য (চতুর্থ পর্ব) / সলিল চক্রবর্ত্তী / বাংলা ছোট গল্প /
তিস্তা পারের রহস্য (চতুর্থ পর্ব) সলিল চক্রবর্ত্তী ১২/০৯/১৯৮৫ আজ রংপো’র এক প্রাচীন কালী মন্দিরে এসে উঠলাম। ভাঙাচোরা পাথরের মন্দির। মন্দিরের সামনে খানিকটা প্রশস্ত ফাঁকা জায়গা, যার মধ্য স্থলে একটা হাড়িকাঠ আছে। দু-চারজন ভক্তের সহায়তায় এক বৃদ্ধ পুরহিত পূজায় রত। পূজা পাট শেষে সকলে মিলিত ভাবে আমাকে স্বাদরে অভ্যর্থনা জানালেন। আমি দুই দিনের অতিথি হতে চাই…